• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক মারধরের মামলায় রনির বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১৬:৩৪

সাংবাদিক মারধরের মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২০ অক্টোবর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানি চক্রবর্তীর আদালতে রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এর আগে রনির অব্যাহতি চেয়ে শুনানি করেন তার আইনজীবী অ্যাডভোকেট কবির হোসাইন। অপরদিকে চার্জ গঠনের জন্য রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দিপা।

শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন এবং আগামী ২০ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

২০১৪ সালের ২৬ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রনির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলার কারণে এ মামলার কার্যক্রম স্থগিত ছিল। পরে মামলার পূর্ণাঙ্গ শুনানি হলে বিচারক নিম্ন আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh