• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘আইসিটিতে রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ জুলাই ২০১৬, ১৫:২৩

বর্তমান সরকারের মেয়াদেই আইসিটি খাতে রপ্তানি আয় বিলিয়ন ডলার (১০০ কোটি) ছাড়াবে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ বলেন, দেশে গার্মেন্টস খাতে রপ্তানি আয় সবচেয়ে বেশি। সরকার ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরের রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এ সময়ের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা যায়।

তিনি আরো জানান, গত ৭ বছরে আইসিটি খাত দেশের ভেতর ও গ্লোবাল মার্কেটে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভিশন-২০২১ এর লক্ষ্যমাত্রা অর্জনে বিপিও হবে আইসিটি উপার্জনের প্রধান খাত। এরই মধ্যে বিপিওর সফলতা আমাদের সামনে দৃশ্যমান। ৩৫ হাজার কর্মীর বাজার এক সময় লাখ মানুষের কর্মক্ষেত্রে পরিণত হবে। ১৮ কোটি ডলারের বাজার হবে ১ বিলিয়ন ডলারের।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমানে বাংলাদেশ ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। ২৮ বিলিয়ন ডলার শুধু গার্মেন্টস খাতেই। রপ্তানি বাণিজ্য থেকে ১ বিলিয়ন ডলার আয়ের আর কোনো সেক্টর নেই। আমরা সেই সুযোগটি নিতে চাই।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার আউটসোর্সিংয়ের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়। দু’দিনব্যাপী বিপিও সামিটে ১২টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh