• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চবিতে ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬ নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের কয়েকদফা সংঘর্ষের পর, কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম সাঈদ ও আরিফুল হক অপু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রীলগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই ছয়জনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় তাদের ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh