• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুর আইনজীবী সমিতিতে বোমা হামলা

৬ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

অনলাইন ডেস্ক
  ২৮ জুলাই ২০১৬, ১২:৫৮

গাজীপুর আইনজীবী সমিতিতে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জেএমবি সদস্যের মধ্যে ছয়জনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া দু’জনের সাজা কমিয়ে যাবজ্জীবন ও দু’জনকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- এনায়েতুল্লাহ ওরফে ওয়ালিদ, আরিফুর রহমান, সাইদুর রহমান মুনশি ওরফে সাহিদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল হোসাইন ওরফে জাইদ ওরফে আকাশ, নিজামুদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি এবং তৈয়বুর রহমান ওরফে হাসান।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, মসিদুল ইসলাম ওরফে মাসুদ ওরফে ভুট্রো ও আদনান সামি ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর। আর বেকসুর খালাস পেয়েছেন আশরাফুল ইসলাম ও শফিউল্লাহ।

২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত পাড়ায় আত্মঘাতি বোমা হামলায় আইনজীবীসহ আটজন নিহত হন। হামলাকারী আসাদ ওরফে জিয়াও মারা যান।

হামলার দিনই জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়। দু’বছর পরে ২০০৭ সালের ৪ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জেএমবি নেতা এনায়েত উল্লাহ জুয়েল, আরিফুর রহমান আরিফসহ ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়।

মামলার আসামিদের মধ্যে শায়খ আবদুর রহমান, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ সিরাজসহ চারজনকে ঝালকাঠির বিচারক আগেই মৃত্যুদণ্ড দেন। এ ছাড়া আরেক আসামি মোল্লা ওমর শাকিল কুমিল্লার একটি ঘটনায় নিহত হন। বাকি আসামিরা আদালতে হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

ঘটনার আট বছর পরে ২০১৩ সালে অভিযুক্ত ১০ আসামিকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। এরপর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্তরা।

গত ২১ জুলাই এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২৮ জুলাই রায়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির এবং আসামিপক্ষে হেলাল উদ্দিন মোল্লা শুনানিতে অংশ নেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh