• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতির মাঠ ছাপিয়ে প্রিয় কবি

নিউজ ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:০৭

কবিতা ও রাজনীতি দু’মাধ্যমেই সমানভাবে সরব ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল। গেলো বইমেলায় তার দ্বিতীয় কবিতার বই ‘মন খারাপের গাড়ি’ প্রকাশিত হয়। তার আগের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘খেরোখাতার পাতা থেকে’।

তিনি কবিতাকে সংজ্ঞায়িত করেছিলেন এভাবে- ‘কবিতা হলো এক ধরনের দুঃখবোধ, আবেগ, প্রেম, অপ্রেম, বিরহ, চাওয়া, না পাওয়া— এই সমস্ত বিষয়গুলোর একটি সম্মিলিত যোগফল।’

তিনি মনে করতেন, ‘আমার কবিতার যে অডিয়েন্স, তারা আমার রাজনৈতিক পরিচয়কে ভুলে গিয়েই হয়তো কারণে অকারণেই আমার কবিতাকে ভালোবাসেন। আমার কবিতা পড়েন। এবং কবি হিসেবে অবশ্যই তখন আমি ধন্য হই।’

ছোটবেলা থেকেই লিখতেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর কবিতাই ছিল মাহবুবুল হক শাকিলের প্রথম মুদ্রিত কবিতা। এটি প্রকাশিত হয়েছিল ১৯৮৫ সালে। তারপর দীর্ঘদিন বিরতি। কবিতা লিখতেন কিন্তু সমস্ত কবিতাই আশ্রয় পেত নিজের শিয়রের নিচে। মাঝে মাঝে ফেসবুকেও বিচরণ করতো তার কাব্য।

এই কবি মানুষটির প্রিয় কবির তালিকায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায় আর বিনয় (মজুমদার)। সময় পেলেই ডুব দিতেন তাদের কবিতায়।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh