• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইদ্রিস আলী রাজাকারের মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:২২

একাত্তরের মানবতা বিরোধী অপরাধে শরীয়তপুরের রাজাকার পলাতক ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের আদেশে ইদ্রিসকে ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকরের কথা বলা হয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আসামি ইদ্রিসের বিরুদ্ধে শরীয়তপুর ও মাদারীপুরে গণহত্যা, হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতন-ধর্ষণ, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ আনা হয়।

ইদ্রিসের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগ ২শ’ জনকে হত্য।

দ্বিতীয় অভিযোগে বহু মানুষকে হত্যা, ধর্ষণ। এ দু’টি অভিযোগে ইদ্রিস আলীর সর্বোচ্চ সাজার রায় দিয়েছেন আদালত। ও ২ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড।

অন্যদিকে তৃতীয় অভিযোগে ৪ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড। চতুর্থ অভিযোগে পরিকল্পিত দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়ে হিন্দুদের দেশত্যাগে বাধ্য করায় ঘটনায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টা থেকে ইদ্রিসের রায় পড়া শুরু করেন আদালত। রায় পড়া শেষে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh