• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নেতাসহ ৫৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক
  ২৭ জুলাই ২০১৬, ১৪:৫৪

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির নেতাকর্মীসহ ৫৯ জন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ পরোয়ানা জারি করেন।

আদালতে এ মামলায় বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ বিষয়ে বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামলার ৮৭ আসামির মধ্যে ৫৯ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের অভিযোগপত্রে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। বাকিরা এ মামলায় বিভিন্ন সময়ে জামিন নিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল, শিরীন আক্তার, সেলিমা রহমান, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, সরাফত আলী সফু, শিমুল বিশ্বাস প্রমুখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপিসহ ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল থানাধীন এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মতিঝিল থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh