• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৭

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলা পরিষদ আইনের তিনটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

আসছে চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মুহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার দুপুরে এই আদেশ দেন।

রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, যেহেতু মামলাটি বিচারাধীন, তাই নির্বাচন না করাটাই যুক্তিযুক্ত। তবে নির্বাচন স্থগিত করে কোনো আদেশ দেননি আদালত, কেবল রুল জারি করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন হবার কথা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh