• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনের স্বাধীনতা চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৬, ২১:২৫

ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকারের সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে। বললেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ‘প্যালেস্টাইন প্রশ্নে’ বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত বার্তায় এ কথা জানানো হয়।

মো. সোহরাব উদ্দিন বললেন, ‘১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, গ্রহণযোগ্য এবং একীভূত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে বাংলাদেশ সমর্থন করে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।’

এসময় ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীর অংশবিশেষ পাঠ করেন তিনি। সেই সঙ্গে দেশটির জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ ও একসঙ্গে সবাইকে কাজ করতে হবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh