• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩৪ মিলিয়ন মানুষ এইডস আক্রান্ত

অনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৪

বিশ্ব এইডস দিবস আজ (বৃহস্পতিবার)। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে দিবসটি নানা আয়োজনে পালন করা হচ্ছে।

ইউএন এইডস এর তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডস আক্রান্ত। এ মরণঘাতি রোগে এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ বছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য হল ‘আসুন, ঐক্যের হাত তুলি : এইচআইভি প্রতিরোধ করি’।

১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে। এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিই দিবসটির মূলকথা।

দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এইচআইভি চিকিৎসা কার্যক্রম সফল করার ক্ষেত্রে এইচআইভি আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্যহীনতা সুনিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সংস্থাসমূহের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, এইচআইভি নিয়ন্ত্রণ বা নির্মূল করার লক্ষ্যে প্রতিরোধ ও চিকিৎসা কর্মসূচিসমূহ বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলা, পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা, আত্মনিয়ন্ত্রণ, ইতিবাচক মনোবৃত্তির পরিচর্যা, উন্নত মননশীলতা এবং সুকুমার বৃত্তির অনুশীলন অত্যন্ত জরুরি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh