• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় ভূমিধসে এক বাংলাদেশি নিহত, নিখোঁজ ২

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৮, ১৫:০০
ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে

মালয়েশিয়ায় ভূমিধসে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত দুইজন বাংলাদেশি। মালয়েশিয়ার পেনাং প্রদেশের পায়া তেরুবুং জেলার বুকিত কুকুস এলাকায় শনিবার এ ভূমিধসের ঘটনা ঘটে।

ওই ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরমধ্যে একজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত বাংলাদেশি শ্রমিকের নাম আত্তারুল বলে জানা গেছে। তার বয়স ৩৫ বছর।

এছাড়া নিখোঁজদের মধ্যে রয়েছেন ৩০ বছর বয়সী মিথু হোসাইন এবং ৩৪ বছর বয়সী মোহাম্মদ জলিল। তারা একই সঙ্গে সেখানে কাজ করতেন। নিহত আত্তারুল মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করার জন্য মাত্র তিনদিন আগে তার পাসপোর্ট পেয়েছিলেন।

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক জানান, ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শনিবার সন্ধ্যা ৭টার দিকে বন্ধ করা হয়। রোববার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালন
নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ আটক ১৩৭
X
Fresh