• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরটিভি পরিদর্শন করলেন ডয়েচে ভেলে টিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ২০:৩১

আরটিভি কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত বিশ্বের অন্যতম প্রভাবশালী জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোলের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

এসময় তার সঙ্গে ছিলেন ডয়েচে ভেলের এশিয়া প্রধান দেবারতি গুহ, ডয়েচে ভেলে একাডেমির জেসি উইনগার্ড, ব্যাংলাদেশ চ্যাপ্টারের মার্কেটিং হেড রোহাম মঞ্জুরসহ ডয়েচে ভেলে সংশ্লিষ্টরা।

শনিবার বিকেলে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান তাদের আরটিভি অফিসে স্বাগত জানান।

এ সময় গণমানুষের অধিকার আদায়ে মিডিয়ার ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন ডয়েচে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল।

এছাড়া প্রচলিত সংবাদ মাধ্যমের পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিবর্তন নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশ ও জার্মানি উভয়েই শরণার্থী সংকটে এক কাতারে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকায় জার্মান দূতাবাসের কর্মকর্তা ও আরটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি আরটিভির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh