• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ১৭১ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি যুদ্ধ শুরু হয়।

এ বছর ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ১৭১ জন করে পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা আগামীকাল ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন আরও অনুষ্ঠিত হবে আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে। ২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব আবু হাসান আরটিভি অনলাইনকে বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষার সময় সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

এদিকে ‘এ’, ‘ডি’ এবং ‘বি’ ইউনিটের বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাকি ইউনিটগুলোর আসন বিন্যাস পরীক্ষা শুরুর ২-৩ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবির ডিন নির্বাচন ১৫ মে
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আসনপ্রতি লড়বে ১৫ জন
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
X
Fresh