• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তাহের আহমেদ চৌধুরীর কবিতা: সেবা কর্ম পরম ধর্ম

আরটিভি অনলাইন

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৫

সেবা কর্ম পরম ধর্ম

ভবের মানুষ রঙিন ফানুস
"আমার আমার" বুলি।
স্বার্থের হাল স্বার্থের ডাল
আপন পাতে তুলি।

জন্মদাতা আপন মাতা
সব কিছু যায় ভুলি।
ভাইয়ের সাথে ঝগড়ায় মাতে
বুকে চালায় গুলি।

টাকার পাহাড় তাদের আহার
খায় বাঘ সম ঈর্ষে।
বহুতলে বাঈজির আঁচলে
থাকে তারা হর্ষে।

কে কাঁদিল কে হাসিল
ঢুকে না তার কানে।
আপন সুখের আপন বুকের
জগতের রশি টানে।

কত চিৎকার শুনি বারবার
খুন ধর্ষণের খবর।
মানুষ হয়ে কত নির্দয়ে
মানুষ খুঁড়ে কবর।

কে বাঁচিল কে মরিল
দেখার সময় কোথায়?
স্বার্থের ঘায়ে বাঁচার দায়ে
শিখে তারা উপায়।

মানুষ নামে কিনব দামে
মানবতার উপহার।
মানুষ বলে জন্ম হলে
নরের কর উপকার।

সেবা কর্ম পরম ধর্ম
এটা নরকে জানাই।
মানবকুলে স্বার্থ ভুলে
নরের পাশে দাঁড়াই।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh