• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাড়ানো হলো নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময়

নোবিপ্রবি সংবাদদাতা

  ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ((https://nstu.admission.online/bn) ) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, আশানুরূপ আবেদন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (চবি, নোবিপ্রবি, বশেমুরপ্রবি), নোবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। আর নতুন করে দেয়া নোবিপ্রবির সার্কুলারে ইউনিট বৃদ্ধিসহ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন। সবমিলিয়ে নোবিপ্রবিতে আবেদন না করার পেছনে এই কারণগুলোকেই তুলে ধরছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মোট ছয় ইউনিটে ২৮টি ডিপার্টমেন্ট ও ২টি অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় হলো-

’এ’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ‘বি’ ইউনিটের পরিক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ’সি’ ইউনিটের পরিক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
‘ডি’ ইউনিটের পরিক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ‘ই’ ইউনিটের পরিক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত। ‘এফ’ ইউনিটের পরিক্ষা ২৮ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল
নোবিপ্রবিতে তৃতীয়বারের মতো গবেষণায় হাতেখড়ি অনুষ্ঠিত
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নোবিপ্রবি শিক্ষার্থীরা
X
Fresh