• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বছরে ৬ কোটি ৪০ লাখ লিটার পানি বাঁচাবে ফেসবুকের নতুন ভবন

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০১

প্রতি বছর ছয় কোটি ৪০ লাখ লিটার পানি বাঁচাবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের সদরদপ্তরে যুক্ত হওয়া নতুন ভবন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদরদপ্তরের যুক্ত হওয়া এই ভবনের নাম ‘এমপিকে ২১’। এর নকশা করেছেন স্থপতি ফ্র্যাঙ্ক গেহরি। এটি অত্যন্ত টেকসই এবং পরিবেশবান্ধব। এছাড়া এতে আছে একটি রিসাইক্লিং ওয়াটার সিস্টেম।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার(সিওও) শেরিল স্যান্ডবার্গ তার ইনস্টাগ্রামে ভবনটির ছবি শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, ভবনটিকে অত্যন্ত টেকসই করে নির্মাণ করা হয়েছে, যা পানি ও বিদ্যুতের অপচয় কমাবে।

উদারহণ হিসেবে বলা যায়, ভবনটির রিসাইক্লিং ওয়াটার সিস্টেম প্রতি বছরে প্রায় ১৭ মিলিয়ন গ্যালন পানি বাঁচাবে বলেও উল্লেখ করেন তিনি।