• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১ সেপ্টেম্বর উদ্বোধন হবে ‘৭ মার্চ ভবন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ আগস্ট ২০১৮, ১৬:১৫

আগামী পহেলা সেপ্টেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভবন উদ্বোধন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল প্রশাসন। ৭ মার্চ ভবন উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর আগমনকে আনন্দঘন করতে বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় ৭ মার্চ ভবন উদ্বোধন করবেন। এ উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুমানিক বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে। ক্যাম্পাসে চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে