• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ১৯:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর, বিকাল ৪টা থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে। আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

উভয় কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি, নির্দেশিকাসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজে ২০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। প্রফেশনাল কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৫ অক্টোবর ২০১৮ তারিখ থেকে শুরু হবে। আর শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর ২০১৮ তারিখ থেকে শুরু হবে।

একই অথবা ভিন্ন শিক্ষাবর্ষে কোনও প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল হবে।
-------------------------------------------------------
আরও পড়ুন : মৃত্যুর আগে হামলাকারীদের নাম বলেছিলেন সাংবাদিক নদী
-------------------------------------------------------