• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাজিদের সর্দি-কাশি দেখা দিলেই চিকিৎসার পরামর্শ দিল আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৮, ২৩:৫২
ফাইল ছবি

হজের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। দেশে ফেরার দুই সপ্তাহের মধ্যে হাজিদের সর্দি-কাশিসহ শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমন দেখা দিলে অবহেলা না করে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার সারাদেশে হাসপাতালগুলোতে প্রেরিত এক চিঠিতে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে MERS-COV সংক্রমণ বিদ্যমান। পবিত্র হজ পালনের জন্য এ বছর প্রায় সোয়া লাখ বাংলাদেশি সৌদি আরব গমন করেছেন। ফলে হাজিদের MERS-COV ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশে ফেরার দুই সপ্তাহের মধ্যে কোনও হাজির শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রমন দেখা দিলে দ্রুত শনাক্ত করে আইইডিসিআর এর হটলাইনে(০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) তাৎক্ষনিকভাবে যোগাযোগ করতে হবে।

এছাড়া বিষয়টিকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে চিকিৎসকদের অবহিত করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব গেছেন। ২৬ আগস্ট দিনগত রাত ৩টা ১৯ মিনিটে ৪শ জন হাজি নিয়ে ঢাকায় এসেছেন প্রথম ফিরতি হজ ফ্লাইট।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh