• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মিশিগানে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন

কামরুজ্জামান হেলাল, মিশিগান, যুক্তরাষ্ট্র

  ২১ আগস্ট ২০১৮, ১১:৪৮

মিশিগান মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত রোববার সন্ধ্যায় হেমট্রামিক সিটিতে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হেমট্রামিক সিটির মসজিদুল মামুরের ইমাম হাফিজ মাওলানা হিফজুর রহমান। পবিত্র কুরআন তিলাওয়াত করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতা হাফিজ শাহিদ মামুন।

মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখনের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোত্তালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদের যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আহমদ বাচ্চু, আজাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মিয়া জসিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ওয়াহিদুর রহমান নাসের, ইবাদুর রাহমান, আবুল হুসেন বাঙ্গালী, মস্তফা আল্লামা,মহানগর আওয়ামীলীগ নেতা খাজা শাহাব আহমদ ,সালেহ আহমদ বাদল,মসুদ চৌধুরী ,এনাম দৌলা ,আব্দুল বাছিত,তারেক আহমদ,সাব্বির আহমদ।


-------------------------------------------------------
আরও পড়ুন : আমিরাতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা
-------------------------------------------------------

বক্তারা বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কে ১৫ আগস্ট ১৯৭৫ সালে সপরিবারে হত্যা করার একটিই মাত্রই লক্ষ্য আর তা হলো বাংলাদেশ কে মিনি পাকিস্তান রূপে তৈরি করা।

বঙ্গবন্ধু বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, আর ৭১ এর পরাজিত শত্রুরাই তাকে সপরিবারে হত্যা করে বাংলাদেশ কে জঙ্গি রাষ্ট্র তৈরি করেছিল। কিন্তু আজ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে এক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর জাতিতে পরিণত করছেন। বাংলার মাটিকে কলঙ্ক মুক্ত করতে ৭১ এর রাজাকার আলবদরদের ফাঁসির রায় কার্যকর করেছেন।

বক্তারা বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযান,মাদকবিরোধী অভিযান,পদ্মা সেতু প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, নিরাপদ সড়ক করতে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পদক্ষেপের জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে মিশিগান মহানগর আওয়ামী লীগের উদ্যোগে তবারক বিতরণের আয়োজন করা হয়।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারের উদ্যোগ
যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
X
Fresh