• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পর্তুগালে নোয়াখালীবাসীর ইফতার মাহফিল

মাজহার খন্দকার

  ০৩ জুলাই ২০১৬, ১২:৫৩

পর্তুগালে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) দেশটির রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকা রুয়া দা বেনফোরমোসের রাধুনী রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী সমিতি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহিন উদ্দিনের পরিচালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শহিদ উল্লাহ, মিজানুর রহমান মাসুদ, মো. আজিজ রহমান, মো. আজিজ যুগ্ম সম্পাদক মেহেদি হাসান শাকের, শরিক উল্লাহ, নজরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মানিক, সহ-সাংগঠনিক মোহাম্মদ ইমরান, প্রচার সম্পাদক রনি মোহাম্মদ, বুলবুল, মো. জিন্নাহ, তবারুক হোসেন তপু, আমিনুর রহমান ভূইয়া, ফয়েজুর রহমান পিন্টু, আইয়ুব আলীসহ বৃহত্তর নোয়াখালী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্তুগালে বসবাসরত নোয়াখালীবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক বৃদ্ধি করে কমিউনিটির উন্নয়নে সামনের দিকে সবাইকে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh