• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

৩৬তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ১২১ প্রার্থী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জুলাই ২০১৮, ২৩:২২

৩৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ৩৭ মাস পর নিয়োগের প্রজ্ঞাপন জারি করলো জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের(পিএসসি) সুপারিশ থেকে ১২১ জন প্রার্থী চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়েছেন।

প্রজ্ঞাপনে দুই হাজার ২০২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ১৭ অক্টোবর দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০১৬ সালের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। একই বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন।

এরপর ২০১৭ সালের ১২ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা।

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
রাজউকের নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ভাইভার তারিখ ঘোষণা
সরকারি প্রতিষ্ঠানে চালু হলো ইন্টার্নশিপ
X
Fresh