• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাড়ি পার্কিংয়ের খোঁজ দেবে ‘পার্কিং কই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ১৩:৩৭
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকা শহরে এক ‘দুরারোগ্য সমস্যা’ যানজট। এই সমস্যাকে একটু হলেও প্রশমিত করতে এবার প্রযুক্তিভিত্তিক অ্যাপ ‘পার্কিং কই’ যুক্ত হয়েছে।

এই অ্যাপের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা শহরে একটি বড় সমস্যা যানজট। জনসংখ্যা যত বাড়ছে এই যানজট ততই তীব্র হচ্ছে। যার ৩০ শতাংশ হচ্ছে অবৈধ পার্কিংয়ের কারণে। পার্কিং কই এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। চলতি বছরেই এই অ্যাপ চালু হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : হামলার লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা: ঢাবি প্রক্টর
--------------------------------------------------------

পার্কিং কইয়ের প্রধান নির্বাহী রাফাত রহমানের দেয়া তথ্যানুযায়ী, পার্কিং কই গাড়ি নিরাপদ জায়গায় পার্ক করার জন্য জায়গা খুঁজে দেবে। এর মাধ্যমে আপনি সহজেই কম খরচে প্রাইভেট পার্কিং রেন্ট নিতে পারেন। একইসঙ্গে বাসার খালি জায়গা, গার্ডেন বা গ্যারেজ বা বাড়ির খালি পারকিং স্পেস ভাড়া দিয়ে সহজেই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।

গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে ইনস্টল দেয়া যাবে। এরপর আপনি তা ব্যবহার করতে পারবেন।

পার্কিং কইয়ে ম্যাপের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত পার্কিং এর জায়গায় যেতে পারবেন গুগলের ডিরেকশন অনুযায়ী।

অ্যাপটির সাহায্যে লোকেশনও ঘণ্টা অনুযায়ী ৫ থেকে ৩০ টাকায় পার্কিং ভাড়া পাওয়া যাবে। এ পর্যন্ত অ্যাপটি দিয়ে ১৫০০-এর বেশি পার্কিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, আমরা অ্যাপটিতে এরই মধ্যে সফলতা পেয়েছি। আমাদের অ্যাপটি এরইমধ্যে ৫ হাজারের বেশি মানুষ ইনস্টল দিয়েছেন। প্রতিদিন অ্যাপটির ব্যবহারকারী এখন ২৫০ থেকে ৩০০ জন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
গাড়ি মালিকদের জন্য সুখবর
ফরিদপুরে দুর্ঘটনা : নিহতদের ৫ জন একই পরিবারের
এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
X
Fresh