• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিম্নচাপ অবস্থান করছে সীতাকুণ্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৩৮

উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল অতিক্রম করে। তবে বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে সেটি লঘুচাপ আকারে অবস্থান করছে সীতাকুণ্ড ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়।

তবে এখনো সাগর উত্তাল থাকায় ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টায় সীতাকুণ্ডের কাছ দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে গভীর নিম্নচাপটি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটির প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। উত্তাল রয়েছে সাগর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।

এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী বর্ষণ হয়।

এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
রোববার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রোববার
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে রোববার ছাত্রলীগের সমাবেশ
X
Fresh