• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাসানকে সুস্থ করতে আরও দরকার ২০ লাখ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০১৮, ১৮:০৩

ফারাতুল মাহমুদ হাসানের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে আরও দরকার ২০ লাখ টাকা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসানের মা এর সঙ্গে ৯০ শতাংশেরও বেশি মিলে গেছে শিশুটির বোন ম্যারো। এবার শুরু হবে মূল চিকিৎসা। আর এর জন্য দরকার হবে ২০ লাখ টাকা।

এর আগে হাসানের চিকিৎসার সাহায্যের জন্য আবেদন জানিয়ে আরটিভি অনলাইনে রিপোর্ট করা হয়। এরপর সর্ব সাধারণের পক্ষ থেকে ব্যাপক সাড়াও পান হাসানের বাবা-মা।

হাসানের বাবা সাদিকুল ইসলাম জানিয়েছেন, হাসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই তিনবার তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে।

ছেলের চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যেই তিনি নিঃস্ব হয়ে গেছেন। সন্তানের চিকিৎসায় এরইমধ্যে ৯০ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। এখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে আরও প্রায় ২০ লাখ টাকার দরকার।

মতিঝিল আইডিয়াল স্কুল এণ্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র ফারাতুল মাহমুদ হাসান। হেপাটাইটিস সি ভাইরাস, লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) আর ই-বিটা থেলাসমিয়া নামে তিনটি ভয়াবহ, জটিল ও প্রায় নিরাময়-অযোগ্য রোগ বাসা বেঁধেছে ছোট্ট এই শিশুটির শরীরে।ওর বাবা-মা সন্তানের সুস্থতার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

হাসানের চিকিৎসার জন্য হাসানের বাবা-মা সমাজের সচেতন আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য কামনা করেছেন।

হাসানের চিকিৎসা খরচ পাঠানোর জন্য যোগাযোগ করতে হবে-

মোঃ সাদেকুল ইসলাম

মোবাইল নং-০১৮৬৪-২৯১৩২৭ (বিকাশ)

অথবা

ইসলামী ব্যাংক, রামপুরা শাখা,

সঞ্চয়ী হিসাব নং-১২৫১১।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালের জন্য নগদের ২০ লাখ টাকার পুরস্কার
X
Fresh