• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের অভিবাসীকে চড় মেরে বহিষ্কৃত মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তা (ভিডিও)

মালয়েশিয়া প্রতিনিধি

  ০৪ জুন ২০১৮, ১৪:১৭

মালয়েশিয়ার ইমিগ্রেশনে সেবা নিতে আসা এক অভিবাসীকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দেশটির জোহর প্রদেশের ইমিগ্রেশনের এ ঘটনার পর ওই কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

৩০ মে সকাল ৯টার দিকে প্রদেশের উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইমিগ্রেশনে সেবা নিতে যাওয়া এক তরুণের মাথায় পাসপোর্ট দিয়ে আঘাত করছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা এবং তার হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

মোবাইলে ধারণকৃত এই ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রবাসীদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের মধ্যেও এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের কারখানা সরানোর দাবি
--------------------------------------------------------

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রোহাইজি বাহারি বলেন, এ ঘটনার পর আমরা ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দিয়েছি। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, মিয়ানমারের ওই যুবক ইমিগ্রেশন কর্মকর্তার নির্দেশনা মতো স্ক্যানারে হাত রেখে ফিঙ্গার দিতে না পারায় ওই কর্মকর্তা বিরক্ত হয়ে তাকে থাপ্পড় মারেন।

এদিকে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি এক বিবৃতিতে বলেন, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সরকারি চাকরির শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়ার জনপ্রিয় অনলাইন এনএসটি, মালয়মেইলসহ বেশ কয়েকটি পত্রিকায়ও এ খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
পাউরুটি না পেয়ে কর্মচারীকে চড়-থাপ্পড়, প্রাণনাশের হুমকি
X
Fresh