• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় ম্যাকাও দম্পতির ঘরে নতুন অতিথি (ভিডিও)

এ আর বাদল

  ০৩ জুন ২০১৮, ১৮:৩২
ম্যাকাও দম্পতির ছানাটিকে খাবার খাওয়াচ্ছেন সাইফুল আলম দিপু

পাখির প্রতি ভালোবাসা বাঙালির চিরন্তন। হোক সে দেশি কিংবা বিদেশি পাখি। এমনই এক পাখিপ্রেমী নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের ছেলে সাইফুল আলম দিপু। পাখির প্রতি ভালোবাসা থেকে একজোড়া গ্রিন উইং ম্যাকাও পুষছেন দীর্ঘ ৬ বছর ধরে।

দক্ষিণ আমেরিকার এই ম্যাকাও দম্পতি দিপুর ঘরে খুঁজে পায় যেন আপন ঠিকানা। অনুকূল পরিবেশ পাওয়ায় গতমাসে ডিম ফুটে ম্যাকাও দম্পতির ঘরে এসেছে ফুটফুটে এক ছানা।

দেশে এই প্রজাতির পাখির ডিম থেকে বাচ্চা হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছেন দিপু।

নতুন অতিথির আগমনে পরিবারের সবাই খুব খুশি। ম্যাকাও ছানার নাম রাখা হয়েছে ডায়ানা। অন্য প্রাণির তুলনায় ম্যাকাও একটু বেশি অভিমানী। তাই আলাদা যত্ন নিতে হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৭ জুলাই
--------------------------------------------------------

পাখিপ্রেমী দিপু বলেন, ৬ বছর পোষার পরে আমি একটা বাচ্চা পেলাম। এই আনন্দ টাকার বিনিময়ে পাওয়া সম্ভব নয়। আমাদের দেশে ভালো কোনও পাখির পার্ক নেই। আমাদের প্রত্যাশা সরকার যেন বিদেশ থেকে পাখি আনার অনুমতি দেয়। আমরা বৈধভাবে পাখি কিনে এনে পুষতে চাই।

সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে সৌখিন পাখি পালন বাড়বে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ম্যাকাও টিয়া প্রজাতির পাখি। এদের বাস মূলত দক্ষিণ আমেরিকায়। পরিণত বয়সে এরা প্রায় ৪০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। আর বাঁচে প্রায় ৫০ বছর পর্যন্ত।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুঘুর চোখ সেলাই করে ফাঁদ পেতে পাখি শিকার
জালে ধরা পড়ল ৩ মণ ওজনের চারটি পাখি মাছ
লেদারের ব্যাগ হাতে ছবি তুলে তোপের মুখে আলিয়া
শ্রীপুরে আকস্মিক পাখি মৃত্যু, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
X
Fresh