• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি

পরিবহন মানহীন দুর্ভোগ সীমাহীন

জুলহাস কবীর

  ০৩ নভেম্বর ২০১৬, ১৩:৫২

ভাঙ্গাচোরা ও লক্কর-ঝক্কর গাড়ি নিয়ে চলছে ঢাকার গণপরিবহন। যাত্রীসেবার বিপরীতে দিনে দিনে বাড়ছে দুর্ভোগ। এ অবস্থায়, ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ কেবল আল্টিমেটাম দিয়েই খালাস। তাদের এমন খামখেয়ালিতে দিন দিন আরো নাজুক হচ্ছে ফিটনেসবিহীন গণপরিবহন।

রাজধানীতে বাস রুটের এখনকার চিত্রই বলে দেয়, কী অবস্থায় চলছে গণপরিবহন!

বাসনির্ভর ঢাকার গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন দূরে থাক, দিন দিন মান এতো-ই নামছে যে, যাত্রীসেবা বলে কিছু থাকছে না।গেলো বছর, দফায় দফায় আল্টিমেটাম দিয়ে ফিটনেসবিহীন গাড়ি আটকের উদ্যোগ নেয়া হলেও, খুব একটা কাজে আসেনি তা।

বেড়িবাঁধের কোন কোন সড়ক রাজধানীর জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে এসব রুটে যাত্রী ও পরিবহনের সংখ্যাও একেবারে কম নয়।

কীভাবে এসব ফিটনেসবিহীন ও অবৈধ গাড়ি চলছে? জবাব মিললো, চালকের কাছেই।

এসব অভিযোগ নিয়ে বারবার চেষ্টা করেও কোনভাবেই কথা বলতে রাজি করানো গেলো না লালবাগ ট্রাফিক জোনের সেকশন এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের।

সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার জন্য আইনের সঠিক প্রয়োগ যেমন দরকার তেমনি দরকার কর্তৃপক্ষের নজরদারি। বিশেষজ্ঞদের মতে, গণপরিবহনের যাত্রী সেবার মান বাড়লে কমে আসবে ব্যক্তিগত গাড়ি।

গণপরিবহনের এমন অবস্থার জন্য বিআরটিএ’কে দায়ী করছেন, নগরবিদরা।

ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মাঝে-মধ্যে অভিযান চললেও, দিন পেরুনোর সঙ্গে তা থিতু হয়ে আসে।

সংকট কাটাতে আগামিতে মহানগরে মানসম্পন্ন গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার নানা পরিকল্পনার কথা জানালেন বিআরটিএ চেয়ারম্যান।

প্রত্যাশা সবার, শিগগিরই এ ব্যাপারে দরকারি ব্যবস্থা নেয়া হবে। কমবে নগরবাসীর দুর্ভোগ।

এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh