• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাষ্ট্রপতিও গেলেন রাস্তাও ভাঙলো

নিহার সরকার অঙ্কুর

  ০২ জুন ২০১৮, ১৪:৫৬

নজরুলজয়ন্তী উপলক্ষে ২৫ মে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর আগমন উপলক্ষে রাস্তা সংস্কার করেছিল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তর।

এই রাস্তা সংস্কারের ৪ দিনের মাথায় বেহাল হয়ে পড়েছে দোলনচাঁপা ছাত্রী হল সংলগ্ন রাস্তাটি।

গেল ২০ মে থেকে দৌড়ঝাঁপ করে রাস্তা সংস্কার করতে দেখা গেছে পরিকল্পনা দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমানকে। তখন তাকে রাস্তার ব্যয় বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কাজ করতে যা ব্যয় হবে তাই নির্ধারিত বাজেট।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কগুলো বারবার সংস্কার করতে দেখা যায় পরিকল্পনা দপ্তরকে। কিন্তু এর কোনো স্থায়ী সমাধানে আগ্রহী নয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তর। যার ফলে ৪ দিনের মাথায় রাস্তা নষ্ট হয়ে পড়েছে। বারবার সংস্কার করে রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে লক্ষাধিক টাকা।