• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

অনলাইন ডেস্ক
  ২১ জুলাই ২০১৬, ১২:২২

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জিয়া পরিবারের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার তারেক রহমানকে নিম্ন আদালতের দেয়া খালাসের রায় বাতিল করে হাইকোর্ট সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেন। তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের কারাদণ্ড সাত বছর বহাল ও জরিমানা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়।

এই রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। নিম্ন আদালতে এই মামলায় খালাস পেলেও হাইকোর্ট তারেক রহমানকে সাজা দিয়েছে। আমরা আশা করি আপিলে ন্যায়বিচার পাব।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্ণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যেন তাকে রাজনীতি থেকে বিতাড়িত করা যায়।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh