• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে প্রথম জন্ম নিলো ক্যাঙ্গারু ছানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৬, ১৯:০৭

দেশে প্রথম জন্ম নিলো ক্যাঙ্গারু ছানা। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গেলো মে মাসে এটি জন্ম নিলেও নিরাপত্তার কথা ভেবে বিষয়টি এতদিন চেপে রাখে কর্তৃপক্ষ।

পার্কের বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক আনিসুর রহমান বলেন, জন্মের পর মায়ের থলেতেই ছিল শাবকটি। রোগব্যাধি থেকে রক্ষা করতে এতদিন সেটি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

তিনি বলেন, ২০১৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকা থেকে রেড ক্যাঙ্গারু প্রজাতির ২টি নারী ও ১টি পুরুষ আনা হয়। ২টি নারীর মধ্যে ১টি গেলো ৪ মে মেয়ে বাচ্চা জন্ম দেয়।

বন্যপ্রাণী তত্ত্বাবধায়ক সরোয়ার হোসেন খান বলেন, ছানাটিকে আলাদা কোনো খাবার দেয়া হচ্ছে না। সে মায়ের দুধ পান করছে।

তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী ক্যাঙ্গারুর মূল আবাসস্থল অস্ট্রেলিয়া। এছাড়া পাপুয়া নিউগিনিতেও এগুলো দেখা যায়।

প্রাকৃতিক পরিবেশে ক্যাঙ্গারু ১২-১৬ বছর এবং আবদ্ধ অবস্থায় ২০ বছর বাঁচে। বিশ্বে ৫০ প্রজাতির ক্যাঙ্গারু আছে। সুস্থ-সবল ক্যাঙ্গারু ২ বছরে ৩ বার বাচ্চা দেয়। জন্মের সময় ক্যাঙ্গারু ছানার আকার থাকে ৩-৪ সেন্টিমিটার। লোমহীন ও গোলাপি রঙের শাবক মায়ের থলের ভেতরেই প্রায় ৩ মাস অবস্থান করে।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh