• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এক দিনে ৭ নবজাতকের জন্ম দিলেন দুই নারী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৮, ১৩:৪০

রাজধানী ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে দুই নারী সাত নবজাতকের জন্ম দিয়েছেন। সোমবার বিকেলে ও রাতে পৃথিবীর আলো দেখে এ সাত অতিথি। এক সঙ্গে এক মায়ের ৪ সন্তান ও অপর মায়ের ৩ সন্তান জন্ম দেয়ায় অগ্রহ নিয়ে অনেকে তাদের খবর নিচ্ছে হাসপাতালে।

আজ(মঙ্গলবার) এ শিশুদের জানতে আরটিভি অনলাইনরে পক্ষ থেকে যোগাযোগ করা হয় হাসপাতালে। কর্তৃপক্ষ জানান, শিশুরা ভাল আছে। তাদের নিবিড় যত্ম ইউনিটে (এনাআইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাতে হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রপচারের মাধ্যমে মাতা সনিয়া আক্তার চারজন নবজাতকের জন্ম দিয়েছেন। সনিয়া আক্তারের ৪জন নবজাতকের মধ্যে ৩জন ছেলে ও একজন কন্যাশিশু। চার জনই সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে নিবিড় যত্ম ইউনিটে (এনাআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

একই দিন বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি মাতা খাতুন তিন নবজাতকের জন্ম দিয়েছেন। সুইটি খাতুনের ৩ নব জাতকের মধ্যে দুই জন কন্যা ও একজন ছেলে সন্তান। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, ব্যাখ্যা দিলো নেসলে
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh