• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোজাদারই শুধু জান্নাতে ‘রাইয়ান দরজা’ দিয়ে প্রবেশ করবেন

জাকির হোসাইন

  ১৮ মে ২০১৮, ১২:১৯

রোজাদারের জন্য আল্লাহ তাআলা যেসব পুরস্কার ঘোষণা করেছেন এরমধ্যে একটি হচ্ছে রোজাদারই শুধু জান্নাতে ‘রাইয়ান দরজা’ দিয়ে প্রবেশ করবেন। রোজাদার এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের পর এটি বন্ধ করে দেয়া হবে। এ পুরস্কারের কারণ হলো রোজাদার রোজা পালনের মধ্য দিয়ে যে গুণ অর্জন করেন তার অন্যতম হলো তাকওয়া অর্জন।

একজন মুসলিমের সামাজিক জীবনমানের অপরিহার্য ও অনিবার্য গুণ হল তাকওয়া। এর অর্থ বেঁচে থাকা, সাবধানতা অবলম্বন করা ও ভয় করা। আল্লাহভীরু হওয়া।

সাধারণত যে বোধ মানবীয় সহজাত প্রবৃত্তি (নফস) মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ ও অনিষ্টিকর কথা, কাজ ও চিন্তা থেকে বিরত রাখে মূলত সেটাই হচ্ছে তাকওয়া।

আর এ তাকওয়াই সমাজে মানবতাবোধ, নীতিবোধ ও মূল্যবোধ নামে পরিচিত। যা মাঝে এ গুণ রয়েছে তিনি ইসলামের দৃষ্টিতে মু্ত্তাকী নামে পরিচিত।