• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রহমতের মাস মাহে রমজান শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৮, ১৯:২১

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান।

আজ(বৃহস্পতিবার দিবাগত রাতে) সেহরি খাওয়ার মধ্য সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

আজ রমজানের চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহরির শেষ সময়। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। শনিবার সেহরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নতুন চাঁদ দেখে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন
--------------------------------------------------------

আরবি (হিজরি) মাসের নতুন চাঁদ দেখলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া পড়তেন। তাই নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়া প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।

শুধুমাত্র শাবান, রমজান বা শাওয়াল মাসের নতুন চাঁদ দেখেই এ দোয়া পড়তে হবে এমন নয়, প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখলে এ দোয়া পড়া সুন্নাত।

হজরত তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন-

اَللهُ اَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَ الْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَ الْاِسْلَامِ وَ التَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَ تَرْضَى رَبُّنَا وَ رَبُّكَ الله

উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।

গতকাল(বুধবার) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে বুধবার কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি।

তাই ১৭ মে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত
একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার যে দেশে ঈদ
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh