• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে কাল পরীক্ষা-ক্লাস বর্জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৮, ১১:৪৭

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা নিয়ে প্রজ্ঞাপন দাবিতে আগামীকাল রোববার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
জানালেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কোটা বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে গেলো বুধবার দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে একযোগে মানববন্ধন করা হয়।

১১ এপ্রিল জাতীয় সংসদে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির জের ধরে সৃষ্ট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু কোটা বাতিল বা সংস্কারের সরকারি প্রজ্ঞাপন না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যাডারদের ২৩ নামের ভুল সংশোধন করে প্রজ্ঞাপন
চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন 
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন 
এপ্রিল থেকে ইন্টার্ন চিকিৎসকরা ২০ হাজার টাকা ভাতা পাবেন
X
Fresh