• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ব্লগার ওয়াশিকুর হত্যার বিচার শুরু

অনলাইন ডেস্ক
  ২০ জুলাই ২০১৬, ১৫:২০

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামি ৪ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জিয়াউর রহমান জিয়া এই দিন ধার্য করেন।

এই মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর সালাউদ্দিন হাওলাদার জানান, কারাগারে থাকা তিন আসামিকে এদিন অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। বাকি ‍দুই জন মামলার শুরু থেকেই পলাতক।

এই মামলায় কারাগারে রয়েছেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম। জুনায়েদ ও হাসিব পলাতক রয়েছেন।

গতবছর ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে নিজের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর। তিনি ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লিখতেন। এর পরপরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুইজনকে আটক করে।

২৭ বছর বয়সী ওয়াশিকুর পড়াশোন করেছেন তেজগাঁও কলেজে। তিনি মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি ট্র্যাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার বাবার নাম টিপু সুলতান, বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh