• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডয়চে ভেলে’র ৬৫তম জন্মদিন আজ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ মে ২০১৮, ২৩:২৬

৬৫ বছর ধরে বিশ্বের মানুষকে সংবাদ এবং তথ্য সরবরাহ করছে ডয়চে ভেলে৷ সময়ের সঙ্গে সঙ্গে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রটির বৈচিত্রময়তা এবং এটির ব্যবহারের পরিধিও বিস্তৃত হয়েছে৷

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলের কার্যক্রম শুরু ১৯৫৩ সালের ৩ মে। তখনকার জার্মান প্রেসিডেন্ট টেওডোর হয়েস এর কার্যক্রম উদ্বোধন করেন। জার্মানির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চিত্র বিদেশিদের কাছে তুলতে ধরতেই ডয়চে ভেলে আন্তর্জাতিক রেডিও কেন্দ্রটির যাত্রা হয়।

শুরুতে শর্টওয়েভে এবং শুধুমাত্র জার্মান ভাষায় অনুষ্ঠান প্রচার করতো ডয়চে ভেলে৷ তবে এতে প্রথম বিদেশি ভাষা যোগ হয় ১৯৫৪ সালে৷ আর ১৯৯২ সালে টেলিভিশন অনুষ্ঠান শুরু করে৷ এর কিছুদিন পরেই যাত্রা শুরু করে ইন্টারনেটে৷

ডয়চে ভেলে এখন চারটি ভাষায় টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করে, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অডিও কন্টেন্ট এবং ত্রিশটি ভাষায় ওয়েবসাইট৷ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডয়চে ভেলের উপস্থিতি লক্ষ্য করার মতো।

ডয়চে ভেলের একাডেমি ১৯৬৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের কয়েক হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে৷

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh