• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৪০ বছরে কমেছে ৫৮ শতাংশ বন্যপ্রাণী

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০১৬, ১২:৩৫

১৯৭০ সালের পর গেলো ৪০ বছরে বন্যপ্রাণীর সংখ্যা কমে গেছে অন্তত ৬০ শতাংশ। দাবি ‘দ্য লিভিং প্লানেট রিপোর্ট’ এর গবেষকদের।

পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং যুলোজিক্যাল সোসাইটি অব লন্ডন বলছে, এ ধারা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ পৃথিবীর দু’ তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে।

পরিসংখ্যানে বলা হচ্ছে যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পড়ছে। বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত শিকার বা মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তনকে এজন্য দায়ী করেছেন গবেষকরা।

‘দি লিভিং প্ল্যানেট রিপোর্ট’ প্রতি দু’ বছর পরপর প্রকাশিত হয়। এ রিপোর্টের উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা।

পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ একজন গবেষক ড.বেরেট বলেছেন, কিছু কিছু প্রজাতির প্রাণীর অবস্থা অন্যান্যদের চেয়ে তুলনামূলক বেশি খারাপ।

এদের মধ্যে আফ্রিকার হাতি ও হাঙ্গরের সংখ্যা দিন দিন কমছে।


এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh