• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুরস্কার জেতা টপ টেন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ অক্টোবর ২০১৬, ০৮:১৮

শাব্দিক অর্থেই সেরা দশ। কোনোটাই কম নয় কোনোটার চাইতে। যে কাউকেই দারুন দোলা দেয়ার মতোই প্রতিটি আলোকচিত্র! আর ‘একটি ছবি হাজার শব্দের চাইতেও অর্থবোধক’ প্রচলিত এই কথাটিকে যেন আরো বেশি সত্যি করে তুলেছে অনন্য স্বীকৃতি পাওয়া ছবিগুলো।

যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ সাময়িকী ‘অ্যাওয়ার্ড উইনিং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ২০১৬’ নামে মনোজ্ঞ এ অ্যালবাম সাজিয়েছে চলতি বছরের পুরস্কার পাওয়া ১০ ফটোগ্রাফারের অসাধারণ ১০টি ল্যান্ডস্কেপ ছবি দিয়ে।

ফাইন্ডিং গোল্ড (Finding Gold)। যুক্তরাজ্যের কামব্রিয়ায় ওয়াস্ট ওয়াটার লেকের মনোহর ছবিটি লেন্সবন্দি করেন মার্ক জিলিগ্যান (Mark Gilligan)। এটি এ বছর যুক্তরাজ্যের ‘হোম অব অ্যামেজিং মোমেন্টস’ জিতে নিয়েছে।

শিফটিং স্যান্ডস (Shifting Sands)। সিলভারডেল, ল্যাঙ্কশায়ার থেকে তোলা টনি হিগিনসনের (Tony Higginson) ছবি। এটি জিতেছে ‘ইওয় ভিউ অ্যাওয়ার্ড’।

স্টারলিং ভোরটেক্স (Starling Vortex)। ছবিটি ইস্ট সাসেক্সের ব্রাইটনে ক্যামেরাবন্দি করেন ম্যাথিউ ক্যাটেল (Matthew Cattell)। তিনি জিতে নিয়েছেন ‘ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’।

মিরর বার (Mirror Bar)। স্কটল্যান্ডের গ্লাসগোতে ছবিটি তুলে ‘ইয়ং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জিতেছেন হানাহ ফেইথ জ্যাকসন (Hannah Faith Jackson)।

শেলটার ফ্রম দ্য স্ট্রম (Shelter from the Storm)। স্কটল্যান্ডের সাদারল্যান্ড লচ স্ট্যাকে এ দৃশ্য লেন্সবন্দি করে ডগি কানিংহ্যাম (Dougie Cunningham) জিতেছেন ‘দ্যা ক্লাসিক ভিউ অ্যাওয়ার্ড’।

সানশাইন ব্রেকস থ্রো (Sunshine Breaks Through)। নর্থ ইয়োর্কশায়ারের রিবেলহেড ভিয়াডাক্ট থেকে এ ছবি তুলেছেন ফ্রান্সিস জোসেফ টেইলর (Francis Joseph Taylor), পেয়েছেন নেটওয়ার্ক রেইলের ‘লাইনস ইন দ্য ল্যান্ডস্কেপ’ পুরস্কার।

মেলস্ট্রম, স্ট্রম ইমোজেন (Maelstrom, Storm Imogen)। ইস্ট সাসেক্সের নিউহ্যাভেনে ছবিটি তুলে র্যা চেল টালিবার্ট (Rachael Talibart) জিতেছেন ‘সানডে টাইমস ম্যাগাজিন অ্যাওয়ার্ড’।

ডেমোলিশন (Demolition)। গ্লাসগোর রেড রোড ফ্ল্যাট ভেঙ্গে ফেলার মুহূর্ত লেন্সবন্দি করে লেসলে স্মিথ (Lesley Smith) জিতেছেন ‘দ্যা আরবান ভিউ’ পুরস্কার।

ক্যায়স্টার-অন-সি (Caister-on-Sea)। নরফোকে তোলা দুর্দান্ত এ ছবির জন্য ‘অ্যাডোবি প্রাইজ’ জিতেছেন ডেমিয়ান ওয়ার্ড (Damian Ward)।

ক্রোম হিল (Chrome Hill)। ডার্বিশায়ার পিক ডিস্ট্রিকয়ে এ দৃশ্য ক্যামেরাবন্দি করে মার্টিন ব্রিকস (Martin Birks) পেয়েছেন ‘লিভিং দ্য ভিউ অ্যাওয়ার্ড’ পুরস্কার।


এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh