• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভুলের কারণে পেছালো ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৮, ১৭:০৯

চলমান এইচএসসি পরীক্ষায় ভূগোল দ্বিতীয়পত্রের পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামীকাল সোমবার (২৩ এপ্রিল ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই পরীক্ষা ১৪ মে নেয়া হবে।

একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় ওই পরীক্ষা পেছানো সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মু. জিয়াউল হক জানান, ময়মনসিংহের একটি কেন্দ্রে আজ (রোববার) ভুলবশত সোমবারের ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নের একটি প্যাকেট খুলে ফেলা হয়। এজন্য সারা দেশে ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে ওই পরীক্ষা নেয়া নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ সেল গঠনের দাবি ঢাবি শিক্ষকদের
--------------------------------------------------------

রোববার ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষা হয়েছে। সোমবার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

২ এপ্রিল থেকে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রশ্নপত্র ফাঁসরোধে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়। এ জন্য এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভুল করে কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সেটের বাইরে ভিন্ন সেটে পরীক্ষা নেয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, জেনে নিন ফি কতো
যে নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষা বোর্ডের
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, কোন পরীক্ষা কবে
X
Fresh