• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিজার তাভেল্লা হত্যা

বিএনপি নেতাসহ ৭ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০১৬, ১৫:১০

ইতালিয়ান নাগরিক সিজার তাভেল্লা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।

ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার আলোচিত এই মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।

আদেশের সময় ৭ আসামির মধ্যে কারাগারে থাকা ৫ জন হাজির ছিলেন। বাকি দুজন পলাতক।

মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও সাখাওয়াত হোসেন।

মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশুলি তাপন কুমার পাল বলেন, কাঠগড়ায় উপস্থিত পাঁচ আসামিকে অভিযোগ পড়ে শোনালে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান।

এদিকে এ মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আমার মক্কেল এ ঘটনায় জড়িত নন। তবুও তাকে এ মামলার আসামি করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবো।

গেলো বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে গুলি করে হত্যা করা হয়। এরপর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয়।

তবে এ ঘটনায় গোয়েন্দা পুলিশের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।

এসএস/ এস/কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh