• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় লিফট ছিঁড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

  ১০ এপ্রিল ২০১৮, ২১:৪২
ফাইল ছবি

মালয়েশিয়ায় বিল্ডিংয়ে কাজ করার সময় লিফট ছিঁড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬) যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

এদিকে নিহতের সংবাদ পেয়ে তাদের বাড়িতে নেমেছে শোকের ছায়া।

নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা বিল্ডিং এ লিফট তৈরির জন্য কাজ করছিলেন তারা। ৩২ তলায় লিফটের কাজ করার সময় লিফট ছিঁড়ে ৩ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজ খবর নেন। মরদেহ বাড়ি ফিরিয়ে আনতে সরকারি ভাবে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh