• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কম খরচেই বাংলাদেশে লিভার ফেইলিয়রের চিকিৎসা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ০৯:৫৯

হেপাটাইটিস-বি ভাইরাসের সর্বাধিক কার্যকর ওষুধ আবিষ্কার ও ৯০ ভাগ অকার্যকর লিভার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পেয়েছেন বাংলাদেশের চিকিৎসকেরা। ‘স্টেম সেল থেরাপি’ নামে এক ধরনের চিকিৎসা উদ্ভাবন করেছেন বাংলাদেশের একদল লিভার বিশেষজ্ঞ। এ চিকিৎসায় প্রায় ৯০ ভাগ ক্ষেত্রে সাফল্য পেয়েছেন তারা। এ ছাড়া স্বল্প খরচে লিভার থেকে বিলিরুবিন কমানোর পদ্ধতিও আবিষ্কার করেছেন এই উদ্ভাবক দল। ‘বিলিরুবিন ডায়ালাইসিস’ যে পদ্ধতিতে করা হয়েছে, তা এর আগে বিশ্বের কোথাও করা হয়নি বলে জানালেন ওই চিকিৎসকেরা। খবর বিবিসি বাংলার।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই দলটি বলছে, তাদের উদ্ভাবিত স্টেম সেল থেরাপি এবং বিলিরুবিন ডায়ালাইসিসের এ পদ্ধতিতে প্রচলিত যন্ত্রপাতিকেই নতুনভাবে ব্যবহার করা হয়েছে- যাতে অনেক কম খরচে অকার্যকর লিভার বা হেপাটাইটিসের চিকিৎসা করা যাবে।

তারা বলছেন, তাদের এ পদ্ধতির কথা এরইমধ্যে তারা কয়েকটি আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে তুলে ধরেছেন।

এই গবেষণা দলের একজন বিএসএমএমইউর লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব বলছেন, লিভার সিরোসিস কিম্বা অন্য কোনো কারণে যখন কারো লিভার অকার্যকর হয়ে যায় তখন এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব।