• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ৮ কোটি লোকের তথ্য ঘেঁটেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা: ফেসবুক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৮, ১০:১৫

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত ডেটা ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকা ব্যবহারকারীদের অনুমতি ছাড়া ৮ কোটি ৭০ লাখ লোকের তথ্য ঘেঁটে থাকতে পারে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার একটি ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এর আগের খবরগুলোতে ৫ কোটি লোকের তথ্য ঘাঁটার কথা বললেও এবার ফেসবুক এর সর্বোচ্চ সংখ্যাটি বিশ্লেষণ করে জানিয়েছে।

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘আমি দৃঢ়ভাবে বলছি আমাদের বিশ্লেষণ অনুযায়ী এটি ৮ কোটি ৭০ লাখের বেশি হবে না। এটা আরও কম হওয়ার কথা। কিন্তু আমরা বিশ্লেষণের মাধ্যমে এর সর্বোচ্চ সংখ্যা জানানোর চেষ্টা করেছি।’

--------------------------------------------------------
আরও পড়ুন: রাশিয়ান সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক
--------------------------------------------------------

ফেসবুকের মতে, প্রথমে একজন অধ্যাপক একাডেমিক কাজের উদ্দেশ্যে ফেসবুকের নিয়ম মেনেই ডেটা সংগ্রহ করেছে। পরে এই তথ্য ফেসবুকের পলিসি লঙ্ঘন করে ক্যামব্রিজ অ্যানালিটিকাসহ তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্যামব্রিজ অ্যানলিটিকা অবশ্য এই সংখ্যাকে অস্বীকার করেছে। তাদের মতে এটি ৩ কোটির বেশি লোকের হবে না।

অবশ্য, ফেসবুকের ডেটা ক্যামব্রিজ অ্যানলিটিকাকে দেয়া হয়েছে কিনা এ বিষয়ে আগামী সপ্তাহে ফেসবুক জানাবে।

ফেসবুক আরও জানিয়েছে, অসৎ উদ্দেশ্যে ফেসবুকের পাবলিক প্রোফাইল ঘাঁটা হতে পারে। তাই এটিকে আরও সুরক্ষিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

এফইউ/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২ দিনে প্রবাসী আয় এলো ১৫২০৮ কোটি টাকা
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
X
Fresh