• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারে নজরদারি করবে এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ২০:২৮

বিদেশি চ্যানেলে বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন প্রচারে বিধি নিষেধ ও ট্যাক্স বিষয়ে এনবিআর নজরদারি করবে। জানালেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া।

বুধবার বিকেলে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) ও সংবাদপত্রের মালিকদের সংগঠন- নোয়াবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় এটকোর নেতারা বিদেশি চ্যানেলে বাংলাদেশি কোম্পানির বিজ্ঞাপন প্রচার বন্ধ ও কর ফাঁকির বিষয় তুলে ধরেন। এসময় তারা ক্যাবল অপারেটরদের ডিজিটাইজড সিস্টেমে আনাসহ বেশ কয়েকটি দাবি জানান।
--------------------------------------------------------
আরও পড়ুন: মালয়েশিয়ায় কংক্রিটের পাইপচাপায় বাংলাদেশির মৃত্যু
--------------------------------------------------------

এ দাবির সঙ্গে একমত পোষণ করে এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে সুরাহা করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপন দাতাদের সংগঠন মিডিয়া ইউনিটিও।

সংগঠনটির নেতাদের দাবি, কিছু বিদেশি চ্যানেলের বাংলাদেশে প্রচার করা অনুষ্ঠানে বাংলাদেশি বিজ্ঞাপন দেখানো হয়। এসব বিজ্ঞাপন ওই দেশে না দেখিয়ে কেবল বাংলাদেশি দর্শকদের দেখানো হয়, যা বেআইনি।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh