• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ১১:৫৩

আজ রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ আরটিভি অনলাইনকে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নীতিমালা অনুসরণ না করায় রাজধানীর ৭ কলেজকে শোকজ
--------------------------------------------------------

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিলে কমপক্ষে তিনটি কালবৈশাখির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বাড়তে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের হারও। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টিপাতের কারণে এপ্রিলে গরম থাকবে সহনীয়।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইইউর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি চার ব্যক্তি ও দুই সংস্থা
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
X
Fresh