• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০১৬, ১৩:০১

জুনিয়র স্কুল সার্টিফিকেট ​(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ঠিক সময়েই হবে।ফলাফলও যথাসময়ে হবে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বললেন, শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় প্রস্তুতিতে চাপ পড়লেও ঠিক সময়েই জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে।

শুরুর মাত্র ১২দিন আগে গেলো বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এতে এ দু’পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেয়ার কথা বলা হয়।

এর প্রেক্ষিতে সংবাদ ​সম্মেলন হয়। শিক্ষামন্ত্রী বলেন, সময় খুব কম হওয়ায় হাড়ভাঙা পরিশ্রম করতে হবে। তবে দায়িত্ব যখন নিয়েছি তা করতেই হবে। কারণ, পরীক্ষা অব্যাহত রাখতে হবে।

এসময় পরীক্ষা ও ফলাফল নিয়ে উদ্বিগ্ন ও অনিশ্চয়তায় না ভুগতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আসছে ১ নভেম্বর এ দু’পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৭ নভেম্বর।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হবার কথা ছিল। এবার এ দু’ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫।

ডিএইচ / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh