• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় ভারতীয়-নেপালিদের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশি নিহত

মালয়েশিয়া প্রতিনিধি

  ২৫ মার্চ ২০১৮, ১৯:২৬

মালয়েশিয়ায় ভারতীয় ও নেপালিদের সঙ্গে সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নেপালি।

শনিবার মধ্যরাতে দেশটির সেলাঙ্গর প্রদেশের পেতালিং জায়ার জালান কোতা দামান সারা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পেটালিং জায়া জেলা পুলিশের মুখ্য সহকারী কমিশনার মোহাম্মদ জানি চে দিন জানান, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টিএসবি ১০-এ সড়কে দুই ভারতীয়, দুই নেপালি এবং ১০ জনেরও বেশি বাংলাদেশি সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিহত বাংলাদেশিকে একটি ড্রেনে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: সার্টিফিকেট দিয়ে রাস্তা পরিষ্কার করলেন শিক্ষার্থীরা
--------------------------------------------------------

তিনি জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়া এই বাংলাদেশিকে সুংগাই বুলোহ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই নেপালি আহত হয়েছেন।

পুলিশ নিহত বাংলাদেশির পরিচয় জানায়নি। এছাড়া কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তাও জানায়নি।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
X
Fresh