• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১শ’ মিলিয়ন মানুষের পর্যাপ্ত ঘুম হয় না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ২৩:১৬

বড় বড় অট্টালিকায় থেকেও অনেকের ঘুম হয় না। আবার অনেকে ফুটপাতেই সুনিদ্রায় যেতে পারেন। বাস্তবে কতজন মানুষ ঘুমোতে পারেন। এ নিয়ে অনেক গবেষণাও হচ্ছে।

বুধবার নিদ্রা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে জানানো হয় বিশ্বে কমপক্ষে ১০০ মিলিয়ন মানুষের পর্যাপ্ত ঘুম হয় না। বৈশ্বিক নিদ্রা সংকটে ভুগছে পৃথিবী। বিশ্বের মোট ৮ শতাংশ মানুষ নিদ্রাজনিত রোগ এবং নাকডাকা সমস্যায় আক্রান্ত।

এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব সার্জন্স ফর স্লিপ অ্যাপনিয়া।

সংগঠনের সভাপতি ডা. মো. খোরশেদ আলম মজুমদারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।