• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শাবিপ্রবি’র ভর্তি ফরমের মূল্য কমছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৬, ১৭:৫৬

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শাবির একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে ভর্তি কমিটির সদস্য সচিব বেলায়েত হোসেন দুপুরে জানান, ২০১৬-১৭ সেশনে ‘এ’ও ‘বি-১’ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ১০০০ টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকা থেকে কমিয়ে ৯০০ টাকাই রাখা হয়েছে।

গেলো বছর শাবিপ্রবি’র ‘এ’ ও ‘বি-১’ ইউনিটের ভর্তির ফরমের মূল্য ছিল ৭৫০ টাকা ও ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ছিল ৯০০ টাকা।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত জানানোর পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ।’

এর আগে মঙ্গলবার সকালে ‘ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ’ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়।

আন্দোলনের মুখপাত্র সারোয়ার তুষার ভর্তি কমিটি বর্ধিত ফি প্রত্যাহারের দাবি না মানলে টানা ক্লাস পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের হুমকি দেন।

এসএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh